ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সালমানকে সঙ্গে নিয়েই বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
সালমানকে সঙ্গে নিয়েই বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান! শাহরুখ ও সালমান খান

বলিউডের ‘বাদশা’ কবে তার সাম্রাজ্যে ফিরবেন তা নিয়ে ভক্তদের জল্পনার অন্ত নেই। তবে এবার বড়সড় চমক হলো, শাহরুখ খানের ফিরতি সিনেমায় থাকবেন সালমান খানও।

সূত্র মারফত ভারতীয় সংবাদমাধ্যম জানায়, খুব শিগগিরই সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ খান। আর তাতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলিউডের ‘ভাইজান’।

গত দুই বছরে শাহরুখের কামব্যাক নিয়ে একাধিক জল্পনা শোনা গেছে। কখনও রটেছে দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় শুটিং ফ্লোরে ফিরবেন কিং খান, কখনও আবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের জুটি বাঁধার কথা শোনা গেছে। এরই মধ্যে খবর ছড়ায়, নিজের পছন্দের যশরাজ ফিল্মসের ব্যানারেই কামব্যাক করছেন শাহরুখ। ছবির নাম ‘পাঠান’।

শোনা গেছে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখের সঙ্গে কাজ করবেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এবার শোনা যাচ্ছে, বন্ধুর কামব্যাক সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করলেন সালমান। এর আগে শাহরুখের শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘জিরো’তেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সাল্লুকে।

বর্তমানে রিয়ালিটি শো ‘বিগ বস’র সঞ্চালনা করছেন সালমান। এরই মধ্যে শেষ করেছেন ‘রাধে’র শুটিং। এবার মহেশ মাঞ্জরেকরের পরিচালনায়  ‘অন্তিম’  শুটিং শুরু করতে চলেছেন বলিউডের ভাইজান। শোনা গেছে, সিনেমাটিতে পুলিশের চরিত্রে অভিনয় করবেন সালমান। কিন্তু সে পুলিশ পাঞ্জাবের হবে নাকি মহারাষ্ট্রের তা এখনও ঠিক হয়নি। শোনা যাচ্ছে, সালমানের ইচ্ছে পাঞ্জাবি পুলিশের চরিত্রে অভিনয় করা। কিন্তু পরিচালক মহেশ মনে করেন মহারাষ্ট্রের পুলিশের চরিত্রে বেশি ভালো
মানাবে বলিউডের ‘সুলতান’কে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।