ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই বড় ঘোষণার আভাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই বড় ঘোষণার আভাস ছেলে ঝিনুকের সঙ্গে শ্রাবন্তী

কলকাতার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয় বিয়েটাও ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন। এর মধ্যে শ্রাবন্তীর ছেলে সামাজিকমাধ্যমে জানালেন, শিগগিরই বড় রকমের ঘোষণা আসছে।

 

শ্রাবন্তীপুত্র ঝিনুক তথা অভিমন্যু চ্যাটার্জি শুক্রবারে ইনস্টাগ্রাম পোস্টটি করেন। নিজের ও মায়ের একটি পুরনো ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি শেয়ার করেছেন একটি ভিডিও। যাতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সংগীতের সৃষ্টি করা হয়েছে। নিজের পোস্টের ক্যাপশনেই অভিমন্যু লিখেছেন, ‘বড় কিছু আসছে’।

নভেম্বরের শুরুতেই খবর রটে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙতে চলেছে। এমনকি দু’জনের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনও একসঙ্গে আর কোনও ছবি নেই। তবে শ্রাবন্তীর ফেসবুক প্রোফাইলে রোশনের সঙ্গেই তার ছবি রয়েছে। এরপরই গুঞ্জন ছড়ায় রোশন আর শ্রাবন্তী নাকি আলাদা থাকছেন। তা নিয়েই সামাজিকমাধ্যমে শোরগোল পড়ে যায়।

১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক করেন শ্রাবন্তী চ্যাটার্জি। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে শ্রাবন্তী ও রাজীবের ডিভোর্স হয়। তারপর থেকে দু’জনের ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে। সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন টলি বিউটি। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি।  

২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে নানা ভালবাসার মুহূর্ত শেয়ার করেছিলেন। এমনকী, শ্রাবন্তী সঞ্চালিত রিয়ালিটি শো ‘সুপারস্টার পরিবারে’ও রোশন ও তার পরিবারকে দেখা গিয়েছিল। তার কোনও প্রমাণই এখন আর শ্রাবন্তী কিংবা রোশনের ইনস্টাগ্রাম প্রোফাইলে নেই। এমন অবস্থাতেই ঝিনুকের এই পোস্ট কৌতুহল বাড়ালো। আদৌ কি শ্রাবন্তী-রোশনের সম্পর্ক ভাঙতে চলেছে নাকি এই সাসপেন্স নতুন কোনও ঘোষণার আগে চাঞ্চল্য সৃষ্টি করার হাতিয়ার মাত্র।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।