ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অশ্লীলতায় ‘উৎসাহ’ দেয়ায় এবার অভিযুক্ত মিলিন্দ সোমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
অশ্লীলতায় ‘উৎসাহ’ দেয়ায় এবার অভিযুক্ত মিলিন্দ সোমন মিলিন্দ সোমন

ক’দিন আগেই প্রকাশ্যে অশালীন ভিডিও ধারণের অপরাধে অভিনেত্রী পুনম পাণ্ডে ও তার স্বামীকে অভিযুক্ত করে গ্রেফতার করেছিল গোয়া পুলিশ। এবার গোয়ার সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়ানো এবং সেই ছবি প্রকাশ করায় অভিনেতা-সুপারমডেল মিলিন্দ সোমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো।

অশ্লীলতাকে ‘উৎসাহ’ দেওয়ার অভিযোগ উঠেছে মিলিন্দের বিরুদ্ধে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রথম ভারতীয় সুপারমডেল মিলিন্দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা (অশ্লীল কর্মকাণ্ড) এবং ৬৭ ধারায় (অশ্লীল ছবি প্রকাশ) মামলা গ্রহণ করা হয়েছে।

দক্ষিণ গোয়ার পুলিশ সুপার পঙ্কজকুমার সিংহকে উদ্ধৃত করে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌঁড়ানো ও সেই ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করার অভিযোগে গোয়া সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন মামলা দায়ের করে মিলিন্দের বিরুদ্ধে।

গত বুধবার (২ নভেম্বর) নিজের ৫৫তম জন্মদিনে দক্ষিণ গোয়ার সমুদ্র সৈকতে ছুটেছিলেন মিলিন্দ। ৫৫ বছর বয়সেও নিজের ফিটনেস নিয়ে গর্বিত মিলিন্দ। নগ্ন ছবি প্রকাশ করে তাই ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাপি বার্থডে টু মি। ৫৫ অ্যান্ড রানিং। ’

গোয়ারই কানাকোনা শহরের একটি বাঁধে উন্মুক্ত স্থানে ‘আপত্তিকর’ ভিডিও বানানোর কারণে গত বৃহস্পতিবারই (৩ নভেম্বর) গোয়া পুলিশ গ্রেফতার করে অভিনেত্রী-মডেল পুনম পাণ্ডে ও তার স্বামী স্যাম বম্বে-কে। জনসমক্ষে এই ধরনের ভিডিও শ্যুট করায় সমালোচনা শুরু হয়। পুনমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি ওঠে। তার পরই গ্রেফতার করা হয় পুনমকে। অবশ্য শর্তসাপেক্ষে সেদিনই তাদের জামিন মিলে যায়।  

আরও পড়ুন: অশালীন ভিডিও ধারণের অভিযোগে স্বামীসহ গ্রেফতার পুনম পাণ্ডে

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।