ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রেডিও ক্যাপিটালের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আম্মা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
রেডিও ক্যাপিটালের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আম্মা’ 'আম্মা'র পোস্টার

দেশের শীর্ষস্থানীয় এফএম রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮ নানা আয়োজনে শ্রোতাদের মন জয়ের পাশাপাশি এবার ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকদের কাছে আসছে নতুন রূপে।  

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লি. এর অন্যতম এই প্রতিষ্ঠান তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আম্মা’।

 

এটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী মিনু মমতাজের জীবনের শেষ কাজ। জাহান অরণ্য ও আনোয়ারুল আলম সজলের যৌথ পরিচালনায় এখানে আরও অভিনয় করেন জাহান অরণ্য, অধরা হাসান ও শিশুশিল্পী আরশী।

এরইমধ্যে দর্শকদের প্রশংসা পাচ্ছে ‘আম্মা’ স্বল্পদৈর্ঘ্যটি। এছাড়া এর একটি গানও শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

*আম্মা

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।