ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ডিভোর্স নিয়ে মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
ডিভোর্স নিয়ে মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি স্ত্রীর আলিয়া সিদ্দিকির সঙ্গে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি

বেশ কয়েক মাস ধরে স্ত্রীর আলিয়া সিদ্দিকির সঙ্গে বনিবনা হচ্ছে না বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। এরই মধ্যে স্ত্রী আলিয়া তার কাছে ডিভোর্স চেয়েছেন।

বিষয়টি নিয়ে এতদিন কোন মন্তব্য করেনি নওয়াজউদ্দিন। তবে সম্প্রতি এনিয়ে মুখ খুলেছেন শক্তিমান এই অভিনেতা। একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার সন্তানদের প্রতি সমস্ত দায়িত্ব পালন করবো। আমি আমার মেয়েকে ভীষণ ভালোবাসি। তবে আর কোনও ব্যাপারে ব্যক্তিগত দিক এখানে আলোচনা করতে চাইছি না। ’

নওয়াজউদ্দিন-আলিয়া দম্পতির দুই সন্তান। মেয়ে স্বরা ও ছেলে যানি।

আলিয়ার অভিযোগ, ২০১০ সাল থেকে তার ও নওয়াজউদ্দিনের মধ্যে সমস্যা দেখা দেয়। এতদিন সব ম্যানেজ করে চলছিলেন তিনি, তবে এখন আর সম্ভব হচ্ছে না। এছাড়া স্বামী দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলেও স্ত্রী আলিয়ার অভিযোগ।  

২০০৯ সালে নওয়াজউদ্দিন ও আলিয়া বিয়ে করেন। আলিয়া অভিনেতার দ্বিতীয় স্ত্রী। এর আগে নওয়াজউদ্দিন মায়ের ইচ্ছাতে শাহিবাকে বিয়ে করলেও এই সংসার ৬ মাসও টেকেনি।  

এদিকে, কাজের দিক থেকে এ বছর ডিজিটাল প্ল্যাটফর্মে ৩টি সিনেমা মুক্তি পেয়েছে নওয়াজউদ্দিন। সেগুলো ‘ঘুমকেতু’, ‘রাত আকেলি হ্যায়’ এবং ‘সিরিয়াস ম্যান’। তিনটিই বেশ আলোচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।