ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘কাজের ছেলে’ সিনেমার শুটিং শুরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
‘কাজের ছেলে’ সিনেমার শুটিং শুরু ‘কাজের ছেলে’ সিনেমার মহরত

নতুন সিনেমার শুটিং শুরু করেছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর। রোববার (০৮ নভেম্বর) সাভারের ধামরাইয়ে ‘কাজের ছেলে’ নামের সিনেমাটির শুটিং শুরু করেছেন তিনি।

নতুন এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা আঁচল আঁখি। এছাড়া এতে আরও রয়েছেন বড়দা মিঠু, রিনা খান, রেবেকা, সুব্রত, ডাক্তার বাবু প্রমুখ।

সিনেমাটি প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বাংলানিউজকে বলেন, একই প্রযোজনা প্রতিষ্ঠানের বেশকিছু প্রজেক্ট আমার হাতে রয়েছে। তার মধ্যে ‘কাজের ছেলে’ সিনেমাটি দ্বিতীয় প্রজেক্ট। আজ মহরতের মধ্যে দিয়ে শুটিং শুরু করলাম। একটানা শুটিং করে সিনেমাটির কাজ শেষ করার ইচ্ছা আছে।  

তিনি আরও জানান, গ্রামের ধনী-গরীবের প্রেমের গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে বাঁশীবাদক রাজুর চরিত্রে সাইমন সাদিক ও ধনী পরিবারের মেয়ে রানি চরিত্রে আঁচল অভিনয় করছেন। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ আব্দুল্লাহ জহির বাবুর।  

ধামরাইয়ে টানা ১৫ দিনের শুটিং চলবে ‘কাজের ছেলে’র। প্রযোজনা করছে মোহনা মুভিজ।  

সম্প্রতি আঁচল ও জয়কে নিয়ে ‘আয়না’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন আকবর। এটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।