ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মাদক মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
মাদক মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ

মাদক মামলায় জামিন পেলেন জনপ্রিয় কৌতুকাভিনেত্রী ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়া।  

সোমবার (২৩ নভেম্বর) মুম্বাইয়ের এনডিপিএস আদালত ভারতী এবং হর্ষের জামিন মঞ্জুর করেন।

মাদক মামলায় গ্রেফতারির পর বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া। মঙ্গলবার হর্ষ ও ভারতীর জামিনের শুনানি হবে বলে প্রথমে খবর পাওয়া যায়।  

আইনজীবী অতুল সারপান্ডে বলেন, ভারতী ও হর্ষের মামলার শুনানি পেছানোর আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরও সোমবার শুনানি হয় এবং জামিন পান ভারতী ও হর্ষ।

সম্প্রতি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার মুম্বাইয়ের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এরপরই টেলিভিশনের এই তারকা জুটিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর হর্ষ-ভারতীকে পাঠানো হয় বিচার বিভাগীয় হেফাজতে।

এদিকে ভারতী, হর্ষের গ্রেফতারির পর সোমবার এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এবং তার টিম সোমবার মুম্বাইয়ের গোরেগাঁওতে তল্লাসি শুরু করেন। সেখানে মাদক কারবারিদের একটি দল এনসিবি অফিসারদের উপর আক্রমণ করলে ২ জন গুরুতর জখম হন। পরে মুম্বাই পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।