ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

দিদার খানের নতুন গান ‘ভালোবাসি শুধু তোমায়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
দিদার খানের নতুন গান ‘ভালোবাসি শুধু তোমায়’ কণ্ঠশিল্পী দিদার খান

নতুন গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী দিদার খান। ‘ভালোবাসি শুধু তোমায়’ শিরোনামে তার কণ্ঠের গানটি ভিডিও আকারে সম্প্রতি প্রকাশ পেয়েছে ইউটিউবে।

গানটির কথা ও সুর শিল্পীর নিজের। সংগীতায়োজন করেছেন জামান। মিউজিক ভিডিওতে দিদার খানের সঙ্গে মডেল হয়েছেন কবিতা। আর নির্দেশনা দিয়েছেন ইয়াসিন বিন আরিয়ান।

এ প্রসঙ্গে দিদার খান বলেন, এটি আমার ১১তম মৌলিক গান। গানটি আমার অনেক পছন্দের। অনেক সুন্দর মিউজিক করেছেন জামান ভাই। আমি গানটি নিয়ে অনেক আশাবাদী। আশা করি গান ও ভিডিও সবার ভালো লাগবে।

২০১৫ সালে কণ্ঠশিল্পী দিদার খানের প্রথম মৌলিক গান ‘তুমি যেওনা দূরে’ প্রকাশ পায়। গানটি প্রকাশের পর ভালোই সাড়া পেয়েছিলেন তিনি। এরপর ২০১৬ সালে প্রোটিউনের ব্যানারে প্রকাশিত হয় তার ‘এক জীবনে’ ও ‘রঙিন মন’ শিরোনামের দুটি গান। এরপর ‘প্রেমের সময় প্রেম’, ‘নেশা’, ‘তোমার হাসি’সহ আরও বেশকিছু গান প্রকাশ করেন এই তরুণ শিল্পী।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।