ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত নায়ক বাপ্পারাজ ও সম্রাট

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
করোনায় আক্রান্ত নায়ক বাপ্পারাজ ও সম্রাট সম্রাট ও বাপ্পারাজ

প্রয়াত নায়করাজ রাজ্জাকের পরিবারে করোনার হানা। আক্রান্ত হয়েছেন তার দুই ছেলে নায়ক বাপ্পারাজ ও সম্রাট।

দুজনেই রয়েছেন আইসোলেশনে। তবে তাদের মা খায়রুন্নেছা লক্ষ্মী নিরাপদ রয়েছেন।

এ বিষয়ে বাপ্পরাজ জানিয়েছেন ‘পুরো করোনা পরিস্থিতিতে তারা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে থেকেছেন। তারপরও কীভাবে কী হলো বুঝতে পারছেন না। ’ 

তার কথা, ‘করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। সবাই স্বাস্থ্যবিধি মানুন। আমরা সবাই ডাক্তারের পরামর্শ মতো বাসাতে আছি। সবার শারীরিক অবস্থা ভালো। আমাদের জন্য সবাই দোয়া দোয়া করবেন। ’

জানা গেছে, সপ্তাহখানেক আগে বাপ্পারাজ ও তার ছোট ভাই সম্রাট এবং তাদের স্ত্রী-সন্তানেরা করোনায় আক্রান্ত হন। বাদ যাননি তাদের গৃহপরিচারিকাও। নায়করাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষ্মী আপাতত তার বোনের বাসায় রয়েছেন। সংক্রমণ না ছড়াতেই পরিবার থেকে আলাদা রাখা হয়েছে তাকে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।