ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বনানী কবরস্থানে চিরশায়িত হবেন আলী যাকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
বনানী কবরস্থানে চিরশায়িত হবেন আলী যাকের আলী যাকের

নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরকে রাজধানীর বনানী কবরস্থানে চিরশায়িত করা হবে। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আসর কবরস্থান সংলগ্ন মসজিদে তার দাফন সম্পন্ন হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন আলী যাকেরের ছেলে অভিনেতা ইরেশ যাকের।

তিনি বলেন, চার বছর ক্যান্সারের সঙ্গে যুদ্ধের পর বাবা আজ সকাল ৬টা ৪০ মিনিটে চলে গেলেন। তিনি মানুষের যে দোয়া এবং ভালোবাসা পেয়েছেন, এর জন্য আমার হৃদয়ের গভীর থেকে সবার প্রতি কৃতজ্ঞতা। মৃত্যুর দুই দিন আগে বাবার করোনা শনাক্ত হয়। তার নামাজে জানাজা আজ বাদ আসর বনানী গোরস্থান মসজিদে হবে।

এর আগে বেলা ১১টায় আলী যাকেরের মরদেহ শ্রদ্ধা জানাতে রাখা হবে রাজধানীর মুক্তিযোদ্ধা যাদুঘরে।

৭৬ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আলী যাকের রেখে গেছেন স্ত্রী নাট্যজন সারা যাকের, ছেলে নাট্যাভিনেতা ইরেশ যাকের, মেয়ে রেডিও উপস্থাপক শ্রিয়া সর্বজায়াসহ অসংখ্য গুণমুগ্ধ ভক্ত-অনুরাগী।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আলী যাকের শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রায় চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন আলী যাকের। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
জেআইএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।