ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

১২ বছর পর ইমন আহমেদের নতুন গান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
১২ বছর পর ইমন আহমেদের নতুন গান ইমন আহমেদ

দীর্ঘ বারো বছরের বিরতির পর নতুন গান প্রকাশ করলেন ইমন আহমেদ। গানের শিরোনাম ‘হে শহর’।

নিজের কথা ও সুরেই গানটি গেয়েছেন শিল্পী, যেটির সংগীতায়োজন করেছেন সৈয়দ কামরুজ্জামান সুজন। আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটি সদ্য অবমুক্ত করা হয়েছে লেবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে।  ‘হে শহর’র গানচিত্র নির্মাণ করেছে আজব কারখানা। পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী ও জয় শাহরিয়ার।  

নতুন গান ও দীর্ঘ বিরতি নিয়ে ইমন বলেন, সবসময় গানের মধ্যেই ছিলাম। জীবন আর জীবিকার ব্যস্ততা স্টুডিও থেকে দূরে রেখেছিল। আর অ্যালবামের সংস্কৃতি থেকে বেরিয়ে এক গান প্রকাশের নতুন নিয়মে কি করা উচিত, সে বিষয়েও সংশয় ছিল। অবশেষে প্রকাশ পেলো নতুন গান। সেটাই আনন্দের আমার জন্য। আমি এই শহরে বেড়ে ওঠা ছেলে। এখনও অপরিচিত মনে হয় আমার চেনা শহরকে। তাই আমার প্রিয় শহরকে নিজের চেনা রুপে জেগে ওঠার আহবান জানিয়েছি গানে গানে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।  

গানটি বাংলাদেশের সকল মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শুনতে পাবেন শ্রোতারা।

২০০৭ সালে বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে ‘বাতিঘর’ শিরোনামে ইমন আহমেদের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।