ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

আবারও সেরাদের কাতারে ক্যাপিটাল এফএম ৯৪.৮

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
আবারও সেরাদের কাতারে ক্যাপিটাল এফএম ৯৪.৮ আবারও সেরাদের কাতারে ক্যাপিটাল এফএম ৯৪.৮

দ্বিতীয়বারের মতো আরজে (রেডিও জকি) প্রতিযোগিতায় সেরা হলেন ক্যাপিটাল এফএম ৯৪.৮- এর আরজে রাশেদ। অনলাইন মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ আয়োজিত আরজে প্রতিযোগিতায় তাই এবারও সেরাদের কাতারে দেশের সর্ববৃহৎ মিডিয়া প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রতিষ্ঠান ক্যাপিটাল এফএম ৯৪.৮।

এর আগেও শ্রোতারা আরজে রাশেদের কোড সর্বোচ্চবার ব্যবহার করায় সর্বোচ্চ স্থান অর্জন করে ক্যাপিটাল এফএম ৯৪.৮। শুরু থেকে প্রতিবারই আরজে প্রতিযোগিতায় সেরা হয়েছে ক্যাপিটাল এফএম ৯৪.৮। প্রথমবার এই সম্মান অর্জন করেন কমেডি শো নাট বল্টুর নাট’ খ্যাত মীরাক্কেলের স্ট্যান্ডআপ কমেডিয়ান আনোয়ারুল আলম সজল।  

আরজে প্রতিযোগিতায় সেরা হওয়া রাশেদ বলেন, ‘দেশের সবক্ষেত্রে প্রতি বছর নানা আয়োজনে সেরাদের বেছে নেওয়া হলেও আরজেদের জন্য এমন আয়োজন ছিল না। এমন উদ্যোগের এজন্য দারাজের প্রতি কৃতজ্ঞতা। ’

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।