ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন ‘মহাভারতের অর্জুন’খ্যাত অভিনেতা শাহির শেখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
বিয়ে করলেন ‘মহাভারতের অর্জুন’খ্যাত অভিনেতা শাহির শেখ

জনপ্রিয় টিভি সিরিজ মহাভারতে অর্জুন চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান শাহির শেখ। সম্প্রতি বান্ধবী রুচিকা কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।

 

আপাতত রেজিস্ট্রি বিবাহ করেছেন তারা। আগামী বছরেই হবে আনুষ্ঠানিকতা।  

দিনকয়েক আগে রুচিকার হাত ধরে ছবি দিয়েছিলেন শাহির। তখনই তার বান্ধবীর হাতে দেখা গিয়েছিল আংটি। জল্পনা ছড়িয়েছিল, সম্ভবত এনগেজমেন্ট সেরে ফেলেছেন শাহির-রুচিকা।

বিয়ের পর নিজের বাড়ি জম্মুতে উড়ে গিয়েছেন শাহির ও রুচিকা। সেখানে শাহিরের পরিবারের সঙ্গে দেখা করেন নববধূ। আরেকটি অনুষ্ঠান হয়েছে মুম্বাইয়ে রুচিকার বাড়িতে।  

কোভিড পরিস্থিতিতে আপাতত ধুমধাম করে বিবাহ হচ্ছে না। তবে ২০২১ সালের জুনে ভারতীয় রীতিতে বিয়ে করতে পারেন শাহির-রুচিকা।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।