ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

এবার অঙ্কুশের বিয়ের পালা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এবার অঙ্কুশের বিয়ের পালা অঙ্কুশ-ঐন্দ্রিলা

অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের পরপরই টলিপাড়ায় আবারও বাজতে চলেছে বিয়ের সানাই। জনপ্রিয় নায়ক অঙ্কুশ জানালেন শিগগিরই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী মধুরিমার সঙ্গে চার হাত এক হয়েছে ‘খোকা’খ্যাত অভিনেতার। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি।

আর সবার মতো নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরাও। আর তার টুইট নিয়েই ফের টলিউডে শুরু হয়েছে গুঞ্জন। তবে কী খুব শিগগিরই বান্ধবী ঐন্দ্রিলাকে বিয়ে করতে চলেছেন অঙ্কুশ, উঠছে প্রশ্ন।

যথারীতি অভিনন্দন জানিয়ে অঙ্কুশ টুইট করেছেন। তবে শুভেচ্ছার সঙ্গেই রয়েছে চমক। কারণ অঙ্কুশ লিখেছেন, ‘তোমাকে দেখে আমি ঠিক করলাম, আমিও সেরে ফেলি। শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো। ’

Congrats bondhuu.. tomake dekhe ami thik korlam amio sere feli. ? .. shighroi jog dichi tomar dol e.. tomar real life Maloti ke nie sarajibon shukhe theko.. @AnirbanSpeaketh ?? pic.twitter.com/A6GsfFoI0R

— ANKUSH #Magic (@AnkushLoveUAll) November 29, 2020

অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম দীর্ঘদিনের। তাদের সম্পর্কের কথা অজানা নয় টলিপাড়ায়। কারণ তা লুকিয়ে রাখার প্রবণতা নেই দুই তারকার। তবে বর্তমানে সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে একটাই প্রশ্ন কবে সম্পর্কের নাম বদল হবে তাদের? প্রেমিক-প্রেমিকা থেকে দম্পতি কবে হবেন তারা?

শোনা যাচ্ছে, অঙ্কুশ নাকি মনস্থির করেই ফেলেছেন। আগামী বছরের প্রথম দিকেই সাতপাকে বাঁধা পড়তে পারেন দু’জনে। কারণ, ২০২১ সালে তাদের মোট চারটি ছবি মুক্তি পাচ্ছে। তার উপর দু’জনই জিম এবং অভিনয়ের ক্লাস করতে যান একই সঙ্গে। দূরে থাকলে তাতেও সমস্যা হচ্ছে। কাজের সুবিধার জন্যও এবার বিয়ের কথা ভাবছেন অভিনেতা।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।