ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

আসিফের সঙ্গে গাইলেন তারান্নুম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
আসিফের সঙ্গে গাইলেন তারান্নুম

‘ব্যর্থ জীবন’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার সঙ্গে গানটিতে কণ্ঠ মিলিয়েছেন তারান্নুম আফরীন।

 

এই গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল, সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় ‘ব্যর্থ জীবন’র ভিডিওতে অভিনয় করেছেন শুভ্র মেহরাজ, শাকিলা পারভীন এবং আশিকুজ্জামান অপু।  

আসিফ আকবর বলেন, তারান্নুম আফরীনের সঙ্গে এটাই আমার প্রথম গান। ভালো লেগেছে। ভিডিওটিও দর্শকদের কাছে ভালো লাগবে আশা করছি।  

অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী তারান্নুম আফরীন শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর পাশাপাশি নিজের অফিশিয়াল চ্যানেলেও নিয়মিত গান করছে।  

সে ধারাবাহিকতায় এবার তিনি হাজির হলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে। তারান্নুম আফরীন বলেন, একেবারেই মিষ্টি একটা প্রেমের গান করলাম। আসিফ আকবরের সঙ্গে দ্বৈতভাবে গেয়েছি। অবশ্যই শ্রোতা-দর্শকরা বিশেষ কিছু পাবেন।

জানা যায়, ফিল্মি ঢঙে চিত্রায়িত গানটির ভিডিও বিদেশী একটি চলচ্চিত্রের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে।

আগামী শুক্রবার (৪ ডিসেম্বর) ‘ব্যর্থ জীবন’ সাউন্ডটেকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।