ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শিল্পী বিশ্বাসের কণ্ঠে উৎসবমুখর গান ‘আমি যাবো শ্বশুর বাড়ি’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
শিল্পী বিশ্বাসের কণ্ঠে উৎসবমুখর গান ‘আমি যাবো শ্বশুর বাড়ি’ শিল্পী বিশ্বাস

প্রকাশ্যে এসেছে শিল্পী বিশ্বাসের কণ্ঠে বিষয়টিভিত্তিক উৎসবমুখর একটি গান। শিরোনাম ‘আমি যাবো শ্বশুর বাড়ি’।

এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল শাহির।

গানটির সঙ্গে আরটিভি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এরপর থেকেই দর্শক-শ্রোতাদের আলোচনায় এই গান। আর গানটি শ্রোতাদের প্রশংসা পাওয়ায় বেশ উচ্ছ্বসিত গায়িকা শিল্পী বিশ্বাস।

তিনি জানান, গানটি খুব শিগগিরই মিউজিক ভিডিও আকারে  প্রকাশ হবে আরটিভি মিউজিক’র ইউটিউব চ্যানেলে।

কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস বলেন, ‘বিয়ে এবং শ্বশুর বাড়ি যাওয়ার ব্যাপারে একটি দুষ্ট মেয়ের যে সরল আকুতি, সে বিষয়টি গানটিতে তুলে ধরা হয়েছে। খুবই সহজ কথা-সুরের গান। ২০১৮ সালে গানটি গেয়েছিলাম। ভীষণ আনন্দমুখর ও নাচের গান এটি। যেকোনো বিয়ের উৎসবে পারফরমেন্স করার মত একটি গান, স্টেজের জন্য তো বটেই। ’

শিল্পী বিশ্বাস আরও বলেন, ‘গানটি আরটিভি থেকে আনুষ্ঠানিকভাবে মিউজিক ভিডিও আকারে প্রকাশের পর অন্যরকম কিছু হবে বলে আমি আশাবাদি। ’

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।