ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মঞ্চের পাশাপাশি টিভি নাটকেও কাজ করছি: রিগ্যান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
মঞ্চের পাশাপাশি টিভি নাটকেও কাজ করছি: রিগ্যান রিগ্যান

দীর্ঘদিন ধরে মঞ্চ নাটকের সঙ্গে জড়িত রিগ্যান সোহাগ রত্ন। কাজ করছেন দেশের অন্যতম সেরা নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’র সঙ্গে।

এই দলের হয়ে তিনি অভিনয় করেছেন ‘শ্যামা প্রেম’, ‘বিবাদী সারগাম’সহ আরও কিছু নাটকে।

পাশাপাশি কয়েক বছর ধরে কাজ করছেন টিভি নাটক, বিজ্ঞাপনে ও স্বল্পদৈর্ঘ্যে। এরই মধ্যে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘জলকন্যা’- এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

সম্প্রতি কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন রিগ্যান। এর মধ্যে পরিচালক জয়ন্ত রোজারিওর ‘কোনো অভিযোগ নেই’- এ অন্যতম অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি আবু হায়াত মাহমুদের পরিচালনায় এয়ারটেল প্রেজেন্টস ফিকশন ‘বৃষ্টি ছাড়াই মিষ্টি প্রেম’। এতেও দেখা যাবে এই অভিনেতাকে। নাটকটি এখন প্রচারের অপেক্ষায়।

এছাড়া প্রচার চলতি বেশ কিছু ধারাবাহিকের পাশাপাশি অমিতাভ রেজা চৌধুরীর নির্মিত থিম সং বিউটিফুল বাংলাদেশ ও রবির বিজ্ঞপন এবং সরাফ আহাম্মেদ জীবনের ইউসিবি ব্যাংকের বিজ্ঞাপনেও কাজ করেছেন মঞ্চের প্রতিশ্রুতিশীল অভিনেতা রিগ্যান।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।