ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সৃজিত-মিথিলার সঙ্গে চিড়িয়াখানায় আইরা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
সৃজিত-মিথিলার সঙ্গে চিড়িয়াখানায় আইরা আইরা ও সৃজিত

রাফিয়াথ রশিদ মিথিলা ও তার মেয়ে আইরাকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় ঘুরলেন পশ্চিমবঙ্গের নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি, সঙ্গে ছিলেন মিথিলাও।

চিড়িয়াখানায় গিয়ে আইরার সঙ্গে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সৃজিত-মিথিলা দম্পতি।

একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লেখেন, ‘হ্যাঁ, আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, হাতি দেখেছি। ’ ছোট্ট আইরাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

সৃজিত লেখেন, ‘কোনও কিছুই বদলায় না, সবকিছু ফিরে আসে অন্য কোনও উপায়ে। ’ পরিচালকের কথায়, ছোটবেলায় বাবার সঙ্গে তিনি যখন চিড়িয়াখানায় যেতেন, তখন তার বাবাও এ বিষয়টা নিয়ে সমান উৎসাহী থাকতেন। ছোটবেলায় চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে গিয়ে তার বাবা পশু-পাখিদের সম্পর্কে নানান গল্প শোনাতেন বলে লেথেন সৃজিত।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।