ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা গায়িকা মমতাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা গায়িকা মমতাজ লোকসংগীত সম্রাজ্ঞী মমতাজ

সেরা সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ লাভ করেছেন লোকসংগীত সম্রাজ্ঞী মমতাজ।  

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের ঘোষণা করা হয়।

এই তালিকায় সেরা গায়িকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মমতাজকে।  

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলা লোকসংগীতের জন্য তুমুল জনপ্রিয় মমতাজ বেগম। দুই দশকের বেশি তার পেশাদারী সংগীত জীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পায়।  

প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশীদ সরকারের কাছে গান শেখেন এই জনপ্রিয় শিল্পী। সংগীত জগতের বাইরে রাজনীতির অঙ্গনেও সফল মমতাজ। তিনি ১০ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ হতে মনোনীত সংসদ সদস্য।  

দেখুন পুরস্কারজয়ী গানটি:

আরও পড়ুন: 

>> ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’ জয়ী যারা

>> শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেলেন নির্মলেন্দু গুণ

>> শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।