ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ধুম ৪’ সিক্যুয়েলে দুর্ধর্ষ চোর দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
‘ধুম ৪’ সিক্যুয়েলে দুর্ধর্ষ চোর দীপিকা! দীপিকা পাড়ুকোন

কিছুদিন পরই দীপিকা পাড়ুকোনের আগামী সিনেমা ‘৮৩’ মুক্তি পাবে। এরই মধ্যে শোনা যাচ্ছে, জন আব্রাহাম, ঋত্বিক রোশন ও আমির খানের পর এবার ‘ধুম ফোর’-এ চোরের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।

চোর-পুলিশ খেলায় সব সময়ে চোর পুরুষই কেন হবে! নারীও তো হতে পারে। বাস্তবে না হলেও এবার সিনেমার পর্দায় তেমনটিই দেখা যেতে পারে।

সম্প্রতি নতুন বছরের ছুটি কাটাতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে রাজস্থানের রণথম্ভোর জঙ্গল থেকে ঘুরে এলেন দীপিকা। এবার কাজ শুরুর পালা। ভারতীয় গণমাধ্যম বলছে, এই মুহূর্তে নির্মাতাদের সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে ব্যাপারটা। কেবল এটুকু জানা গেছে, ২০২১ সালের শেষের দিকে ফ্লোরে যাবে ‘ধুম ৪’-এর টিম।  

এর আগে অবশ্য ‘ধুম ৪’ নিয়ে অনেক রকম রটনা রটেছিল। শোনা যাচ্ছিল, এবারে চোর বা খলনায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খান, রণবীর কাপুর বা রণবীর সিংকে। এই তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম ঢুকে পড়ায় নতুন জল্পনা চলছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।