ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বন্ড গার্ল তানিয়া রবার্টস মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
বন্ড গার্ল তানিয়া রবার্টস মারা গেছেন তানিয়া রবার্টস

বন্ড গার্ল খ্যাত হলিউড অভিনেত্রী তানিয়া রবার্টস (৬৫) মারা গেছেন। রোববার (০৩ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

হলিউড রিপোর্টার জানায়, গত ২৪ ডিসেম্বর তানিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে সিডার-সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। রোববার এই তারকা চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেন।

১৯৮৫ সালে জেমস বন্ড সিরিজের ‘অ্যা ভিউ টু অ্যা কিল’ সিনেমায় বন্ড গার্ল চরিত্রে অভিনয় করে তানিয়া রবার্টস খ্যাতি পেয়েছিলেন। এছাড়া ‘দ্যাট সেভেনটি’স শো’-এ অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেন তিনি।  

তানিয়াকে সর্বশেষ ২০০৫ সালে টেলিভিশন শো’তে দেখা গিয়েছিল। এছাড়া ১৯৯৪ সালে ‘দীপ ডাউন’ সিনেমার মাধ্যমে সর্বশেষ বড়পর্দায় দেখা যায় তাকে।

তার প্রকৃত নাম ভিক্টোরিয়া লে ব্লাম, কিন্তু সবার কাছে তিনি তানিয়া রবার্টস নামেই পরিচিত ছিলেন। ১৯৫৫ সালে নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। তিনি আইরিশ-ইহুদি বংশোদ্ভূত। ১৯৭৪ সালে তিনি ব্যারি রবার্টসকে বিয়ে করেছিলেন। ২০০৬ সালেই তার স্বামী মারা গেছেন।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।