ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রতিটি নতুন দিন নিজের উন্নতি করার নতুন সুযোগ: বাঁধন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
প্রতিটি নতুন দিন নিজের উন্নতি করার নতুন সুযোগ: বাঁধন নতুন লুকের আজমেরী হক বাঁধন

লাক্সতারকা আজমেরী হক বাঁধন প্রথমবারের মতো অভিনয় করছেন কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত ওয়েব সিরিজে। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ অবলম্বে নির্মিত হচ্ছে এটি।

ওয়েব সিরিজটির জন্য নিয়মিত জিম করে ওজন কমিয়েছেন বাঁধন। খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন। প্রস্তুতি নিয়েছেন দীর্ঘ সময় ধরে।

গত ১১ ডিসেম্বর সিরিজটির শুটিংয়ে অংশ নিতে কলকাতা গিয়েছেন বাঁধন। সেখান থেকেই নিজের নতুন লুকের কয়েকটি ছবি প্রকাশ করছেন এই অভিনেত্রী। এছাড়া ভক্তদের জন্য দিয়েছেন বিশেষ বার্তাও।

সোমবার (০৪ জানুয়ারি) ব্যায়াম করার সময় তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন বাঁধন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, 'প্রতিটি নতুন দিন নিজেকে উন্নত করার নতুন সুযোগ। এটি গ্রহণ করুন এবং সর্বোচ্চটি করার চেষ্টা করুন। '

ছবিটি পোস্ট করার পর বাঁধনভক্তরা একে পর এক কমেন্ট করতে শুরু করেন। অনেকে তাকে নতুন লুকের জন্য অভিনন্দনও জানান।  

ওয়েব সিরিজটিতে মুশকান জুবেরী চরিত্রে অভিনয় করছেন বাঁধন। এতে আরও রয়েছেন- অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চ্যাটার্জির ও রাহুল বোসসহ অনেকে।

১৬ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে এর শুটিং চলছে। শুটিং সম্পন্ন হবে ১০ জানুয়ারি। এরপরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বাঁধন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।