ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৩৯ কোটির বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
৩৯ কোটির বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন জাহ্নবী কাপুর জাহ্নবী কাপুর

শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর বলিউডে ক্যারিয়ার শুরু করেছেন খুব বেশিদিন হয়নি। ২০১৮ সালে ‘ধাড়াক’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক ঘটে তার।

এরপর ধরা দিয়েছেন ‘ঘোস্ট স্টোরিস’ ও ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ সিনেমায়।

মাত্র তিনটি সিনেমা মুক্তি পেলেও বেশ বিলাসী জীবন কাটাচ্ছেন ২৩ বছরের এই তরুণী। গত ডিসেম্বরে মুম্বাইয়ে ৩৯ কোটি রুপির একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ের জুহুর একটি আবাসনে জাহ্নবী তার নতুন তিনতলা বিশিষ্ট ফ্ল্যাটটি কিনেছেন। গত ৭ ডিসেম্বর ৩ হাজার ৪৫৬ স্কয়ার ফিটের ফ্ল্যাটটি আনুষ্ঠানিকভাবে কেনেন এই তারকা।  

বর্তমানে বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরের সঙ্গে লোখান্ডওয়ালার একটি অ্যাপার্টমেন্টে থাকছেন জাহ্নবী। তবে তিনি নতুন ফ্ল্যাটে কবে উঠবেন সে বিষয়টি এখনো জানা যায়নি।

নতুন বছরে বলিউডে অনেকই নতুন বাড়ি কিনছেন। সে তালিকায় রয়েছেন সুপারস্টার ঋত্বিক রোশন থেকে শুরু করে অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরও। তবে ঊর্মিলার ৩ কোটি রুপির ফ্ল্যাট কেনা নিয়ে সম্প্রতি টুইটারে তাকে কটাক্ষ করে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।