ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শূন্যতায় শুরু শাফিন আহমেদের নতুন বছর

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
শূন্যতায় শুরু শাফিন আহমেদের নতুন বছর শাফিন আহমেদ

নতুন বছরে শাফিন আহমেদ’র প্রথম গান ‘শূন্যতা’। এরই মধ্যে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার এ গান।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শাফিন আহমেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গান-ভিডিওতে প্রকাশ পাবে ‘শূন্যতা’।

অস্ট্রেলিয়াপ্রবাসী নিয়াজ মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন গায়ক নিজেই। গানটি রেকর্ড হয়েছে শাফিনের ক্যান্ডি রেকর্ডিং স্টুডিওতে।

এ গান প্রসঙ্গে মাইলস ব্যান্ডের ভোকাল ও নন্দিত ব্যান্ড তারকা শাফিন আহমেদ বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। যদিও সুরের সুবিধার্থে কথায় কিছু পরিবর্তন করে গেয়েছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে। ’

তিনি আরও জানান, গানচিত্রে তার সঙ্গে মডেল হয়েছেন সোনিয়া হোসেন। গান তৈরির গল্পও থাকছে ভিডিওতে, যেটি নির্মাণ করেছেন আহমেদ স্টিভ।

দেশের অন্যতম সেরা ব্যান্ডদল মাইলসের ভোকাল শাফিন আহমেদ গাইছেন একককণ্ঠেও। ব্যান্ডের বাইরেও তার কণ্ঠে প্রকাশ পেয়েছে অনেক এককগান। সেই ধারবাহিকতায় শাফিন আহমেদের এবারের গান ‘শূন্যতা’।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।