ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভাঙছে কিম কার্দাশিয়ানের সংসার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
ভাঙছে কিম কার্দাশিয়ানের সংসার কিম কার্দাশিয়ান - কেনে ওয়েস্ট

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, মডেল, অভিনেত্রী ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ানের ছয় বছরের সংসার ভাঙার পথে। হিপহপ আইকন কেনে ওয়েস্টের সঙ্গে সম্পর্কের দূরত্ব এবার বিচ্ছেদে রূপ নিতে যাচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এখনো ডিভোর্স ফাইলে স্বাক্ষর করেননি কিম। কিম শেষবারের মতো ভেবে দেখতে চান সন্তানদের জন্য তিনি সঠিক সিদ্ধান্তটি নিচ্ছেন কি না।

২০১৪ সালের মে মাসে বিয়ে করেন কিম-কেনে। সংসারে ৪ সন্তান রয়েছে তাদের।  

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন কেনে ওয়েস্ট। ওই সময় কিম-কেনের সম্পর্কের অবণতি হওয়ার আভাস পাওয়া গিয়েছিল। ২০২০ এর শেষের ছয় মাসে কিম-কেনের সম্পর্কের চরম অবণতি হয়। কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।