ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন বছর উপলক্ষে টিনার গানচিত্র ‘চোখের ভেতর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
নতুন বছর উপলক্ষে টিনার গানচিত্র ‘চোখের ভেতর’ টিনা রাসেল

নতুন বছরকে নতুন গান দিয়ে স্বাগত জানালেন কণ্ঠশিল্পী টিনা রাসেল। গেল বছরের শেষ প্রহরে ‘চোখের ভেতর’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন এ সংগীতশিল্পী।

 

জুলফিকার রাসেলের গীতিকবিতায় গানটির সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম। জুটি প্রোডাকশনের ব্যানারে এ গানচিত্রটি প্রকাশ হয়।

গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, মহামারির একটি বছর ঘরবন্দি সময় কাটালাম। প্রশান্তি এটুকুই, সুস্থভাবেই কেটেছে। বলতে পারেন সেই তৃপ্তির প্রতিধ্বনি রয়েছে আমাদের এই গানে। সেই ভাবনা থেকেই বছরের একদম শেষক্ষণে এসে নতুন বছরের উপহার হিসেবে গানটি প্রকাশ করলাম। আমার বিশ্বাস, গানটির রেশ ধরে শ্রোতামনে প্রশান্তি ছড়াবে নতুন বছরে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ’

গানচিত্র‘চোখের ভেতর’:

সম্প্রতি  ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ সেরা দ্বৈতগানের শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন টিনা রাসেল। জুলফিকার রাসেলের কথায় তাহসানের সঙ্গে গাওয়া ‘শেষ দিন’ গানটির জন্য এই স্বীকৃতি ঘরে তোলেন শিল্পী।

টিনা রাসেল জানান, নতুন বছরে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তার গাওয়া একাধিক গান প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।