ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পুত্রের বাবা হলেন অভিনেতা-নির্মাতা মিলন ভট্টাচার্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
পুত্রের বাবা হলেন অভিনেতা-নির্মাতা মিলন ভট্টাচার্য পুত্রের সঙ্গে মিলন ভট্টাচার্য

প্রথমবার মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন নাট্যনির্মাতা ও অভিনেতা মিলন ভট্টাচার্য। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার স্ত্রী ডা. তারিন মাহমুদ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

 

সুসংবাদটি মিলন ভট্টাচার্য নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

ফেসবুকে তিনি লেখেন, আমি বাবা হয়েছি। এই অনুভূতিটি প্রকাশ করার মতো না। মা ও ছেলের শারীরিক অবস্থা ভালো। তাদের জন্য সবাই দোয়া চাইছি।

এখনো নবজাতকের নাম ঠিক না করলেও রাতের মধ্যে প্রিয় পুত্রের নাম রাখবেন বলেও জানান তিনি।

অভিনয় ও পরিচালনা দুই কাজেই নিয়মিত দেখা যায় মিলন ভট্টাচার্যকে। ‘জরুরি বিবাহ’, ‘মেজাজ ফরটি নাইন’, ‘ভালো হতে পয়সা লাগে না’সহ অসংখ্য একক নাটক নির্মাণ করে দর্শকদের কাছে পরিচালক হিসেবে পরিচিতি পেয়েছেন। এছাড়া ‘ইনডিসিফিলিন’ ও ‘চাঁদের হাট’র মতো বেশকিছু ধারাবাহিক নাটক নির্মাণ করে নজর কেড়েছেন মিলন ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।