ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বামীর প্রেমে পড়ার গল্প শুনে কাঁদলেন নেহা কক্কর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
স্বামীর প্রেমে পড়ার গল্প শুনে কাঁদলেন নেহা কক্কর নেহা ও রোহানপ্রীত

সম্প্রতি ভারতের জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ১২তম মৌসুমের একটি পর্বে অংশ নেন নেহা কক্কর ও রোহানপ্রীত সিং দম্পতি।  

সেখানে নিজেদের প্রেম ও বিয়ের ঘটনা শেয়ার করেছেন রোহনপ্রীত, যার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে নেহা লেখেন, ‘রোহানপ্রীত আমাকে কাঁদিয়ে ছেড়েছে।

’ অর্থাৎ, রোহানপ্রীত সিংয়ের প্রেমের গল্প শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি গায়িকা।

কী এমন কথা বলেছেন রোহানপ্রীত, যা শুনে নেহা কান্না আটকাতে পারেননি! ওই ভিডিওতে দেখা যায়, রোহনপ্রীত নেহার সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি ও প্রেমে পড়ার আবেগঘন ঘটনা শেয়ার করছেন। আর তা পাশে বসেই শুনছেন নেহা। এক পর্যায়ে স্বামীর কথা শুনে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন তিনি। যদিও পুরো ভিডিও এখনো প্রকাশ হয়নি, এটা ছিল প্রোমো।

গত বছরের ২৪ অক্টোবর প্রেমিক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড গায়িকা নেহা কক্কর। রোহানপ্রীত নেহার চেয়ে বয়সে ৭ বছরের ছোট। নেহার বয়স ৩২ বছর আর রোহনপ্রীত’র ২৫। তবে নবদম্পতির কেউই সেই বিষয় কোনও তোয়াক্কা না করে নতুন জীবনকে স্বাভাবিকভাবে উপভোগ করছেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।