ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কপিল শর্মাকে পুলিশের সমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
কপিল শর্মাকে পুলিশের সমন কমেডিয়ান কপিল শর্মা

ভারতের জনপ্রিয় কমেডি তারকা কপিল শর্মাকে থানায় তলব করেছে মুম্বাই পুলিশ। গাড়িতে নকল নেমপ্লেট লাগানোর অভিযোগে তার একটি গাড়ি ইতোমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।

ছোটপর্দার দর্শকপ্রিয় মুখ কপিল শর্মার বিরুদ্ধে অভিযোগ, তিনি নকল নেমপ্লেট ব্যবহার করেছেন তার গাড়িতে। মুম্বাই পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। পাশপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কপিলের গাড়ি। যদিও কপিল শর্মার পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

সম্প্রতি কপিল শর্মার ঘরে দ্বিতীয় সন্তান আসছে বলে খবর পাওয়া যায়। মেয়ের এক বছর বয়স পূর্ণ হতে না হতেই এবার করওয়া চৌথের দিন প্রকাশ্যে আসে কপিলের স্ত্রী গিনি চাথরাথের বেশ কয়েকটি ছবি। সেই ছবি থেকেই কপিলের স্ত্রীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা শুরু হয়। যদিও কপিল শর্মা বা গিনি চাথরাথ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।

ইদানিং শোনা যাচ্ছে, কপিল শর্মার শোয়ে আর দেখা যাবে না কমেডিয়ান ভারতী সিংকে। মাদক মামলায় নাম জড়ানোর পরই কপিলের শো থেকে ভারতীকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যায়। ষদিও বিষয়টি সত্যি নয় বলে দাবি করেন কৃষ্ণা অভিষেক। তিনি বলেন, তারা প্রত্যেকে কপিলের পাশে রয়েছেন। ভবিষ্যতে যা হবে, তা পরবর্তীকালে দেখা যাবে বলেও মন্তব্য তার। কপিলও বিষয়টি নিয়ে বলছেন না কিছু।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।