ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চার বছরে ‘আভাস’, আসছে ব্যান্ডটির নতুন গান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
চার বছরে ‘আভাস’, আসছে ব্যান্ডটির নতুন গান ‘আভাস’ ব্যান্ডের সদস্যরা

আসছে ১৬ জানুয়ারি চার বছরে পা রাখছে ব্যান্ডদল ‘আভাস’। এ উপলক্ষে ভক্ত-অনুরাগীদের নতুন গান উপহার দিচ্ছেন সময়ের আলোচিত এ ব্যান্ডের সদস্যরা।

আভাস’র নতুন এ গানের শিরোনাম ‘অনাথ’। ১৬ জানুয়ারি ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে গানটি।

ব্যান্ডটির ভোকাল ও প্রধান সদস্য তানযীর তুহিন বাংলানিউজকে বলেন, ‘শ্রোতাদের ভালোবাসা নিয়ে পথ চলছি। তাদের উৎস-প্রেরণায় স্বল্প সময়ে ‘আভাস’র আজকের অবস্থান। ‘অনাথ’ আমাদের আরেকটি পরিশ্রমের ফসল। এখন শ্রোতারা ভালোভাবেই নিলেই আমাদের প্রচেষ্টা সার্থক। ’

তিনি আরও বলেন, ‘গানটি নিয়ে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে। রোববার (১০ জানুয়ারি) এ বিষয়ে সবাইকে বিস্তারিত জানাবো। ’ 

আরও পড়ুন: প্রশংসা পাচ্ছে ব্যান্ডদল আভাসের দ্বিতীয় গান

নতুন গান প্রকাশ উপলক্ষে ১৬ জানুয়ারি যমুনা ফিউচার পার্কে একটি বিশেষ আয়োজনে থাকছেন ব্যান্ড সদস্যরা, সেখানে তারা ৬ থেকে ৭টি গান পরিবেশন করবেন। আর ‘অনাথ’ নিয়ে একটি অ্যানিমেশন তৈরি করেছে প্ল্যাটফর্ম নামের একটি প্রতিষ্ঠান। এটি নিয়ে টিশার্টসহ বেশ কিছু স্মারকও থাকছে।

শিরোনামহীন ছেড়ে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ব্যান্ডদল ‘আভাস’ গড়েন তুহিন। ব্যান্ডটির প্রথম গান ‘মানুষ-১’ আসে ২০১৮ সালের আগস্ট মাসে। এরপর ২০১৯ সালের জানুয়ারিতে প্রকাশ পায় ব্যান্ডটির স্বনামের আলোচিত গান ‘আভাস’। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি অবমুক্ত হয় আভাসের তৃতীয় গান ‘বাস্তব’। প্রায় এক বছর বিরতির পর এবার আসছে চতুর্থ গান ‘অনাথ’।

আভাস’র লাইনআপ: লিড-সুমন, বেজ-রাজু, ড্রামস-রিঙ্কু, কি বোর্ডস-শাওন, ভোকাল-তুহিন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।