ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেষ হলো তাদের আট নাটকের শুটিং  

নিউজরুম এডিটর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
শেষ হলো তাদের আট নাটকের শুটিং   ৮টি নাটকে অভিনয় করা শিল্পীরা

কক্সবাজারে ৮টি নাটকের শুটিং শেষে ঢাকায় ফিরেছেন একঝাঁক তারকাশিল্পী। রাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকগুলোর শুটিংয়ে কক্সবাজার গিয়েছিলেন সময়ের আলোচিত অভিনয়শিল্পীরা।

 

এ তালিকায় রয়েছেন- আব্দুন নূর সজল, সারিকা, নজরুল রাজ, মনোজ প্রামাণিক, শবনম ফারিয়া, মাসুম বাশার প্রমুখ। গেল বছরের শেষ সপ্তাহ থেকে নতুন বছরের শুরুর দিন পর্যন্ত কক্সবাজারে শুটিং হয় নাটকগুলোর। এরপরই পর্যায়ক্রমে ঢাকায় ফিরেন তারকারা।
 
এ বিষয়ে সজল বলেন, কক্সবাজারে ভালো একটি ট্যুর ছিল। টানা ১ সপ্তাহ শুটিং করেছি। গল্প লোকেশন সবমিলিয়ে অভিজ্ঞতা দারুণ ছিল। আশা করছি, নাটকগুলো প্রচারে আসলে দর্শকদের ভালো লাগবে।  

সারিকা বলেন, ‘বিদেশের চেয়ে দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করতে ভালো লাগে। এই নাটকগুলোর গল্প ছিল কক্সবাজারকেন্দ্রীক। আশা করছি, দর্শকেরা উপভোগ করবেন। ’

প্রযোজক নজরুল রাজ বলেন, নাটকগুলো নিয়ে কক্সবাজার এসেছে গল্পের প্রয়োজনে, যেখানে একইসঙ্গে প্রেম, ঘৃণা, সম্পর্কের টানাপড়েন এবং সময়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ’ 

এদিকে, ৮টি নাটকের মধ্যে ‘পরানের মানুষ’, ‘লাভ জার্নি’, ‘নোনাজলের বৃষ্টি’ ও ‘পরী থাকে আসমানে’সহ মোট ৫টি নাটক নির্মাণ করেছেন দীপু হাজরা। আর বিইউ শুভ নির্মাণ করেছেন ‘ভালোবাসার খোঁজে’ ছাড়াও আরও একটি নাটক।  

পাশাপাশি ‘সমুদ্র বাসর’ নামে একটি নাটক নির্মাণ করেছেন আসাদুজ্জামান আসাদ। নির্মাতা ও প্রযোজনা সূত্রে জানা গেছে, নাটকগুলো শিগগিরই কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল ও রাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।