ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারও শুরু করার প্রেরণায় শ্রাবন্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
আবারও শুরু করার প্রেরণায় শ্রাবন্তী শ্রাবন্তী

টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জন দিনদিন গাঢ় থেকে আরও গাঢ় হচ্ছে। এরমধ্যেই তিনি আবারও ইঙ্গিত দিলেন জীবনের নতুন অধ্যায় শুরু করার।

 

বিয়ের পর থেকে বেশ ভালোই জমে উঠেছিল রোশনের সঙ্গে শ্রাবন্তীর তৃতীয় সংসার। কিন্তু সেখানেও গোল বাধে গত দুর্গাপূজার সময় থেকেই। পূজার ২০ দিন আগেই রোশনের বাড়ি ছেড়েছিলেন তিনি। যদিও কেউই এখনও পুরো ব্যাপারটা খোলসা করেননি। কিন্তু সামাজিকমাধ্যমে শ্রাবন্তী-রোশনের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট ও কার্যক্রম তাদের সম্পর্কের ভাঙনের গুঞ্জনকে দৃঢ় করছেই।  

ইতোপূর্বে শ্রাবন্তীর ইনস্টাগ্রাম থেকে রোশনের সব ছবি মুছে ফেলেছেন। তার কিছুদিন পর থেকেই শ্রাবন্তীর সিঁথিতে আর সিঁদুরের দেখা মেলে না। আর এবার আরও এক ধাপ এগোলেন অভিনেত্রী।

এতদিন সামাজিকমাধ্যমে শ্রাবন্তীর নাম ছিল শ্রাবন্তী রোশন সিং। এবার নিজের নামের শেষাংশ থেকে স্বামীর নাম মুছে দিলেন অভিনেত্রী। এখন তিনি শুধুই শ্রাবন্তী।  

এখানেই শেষ নয়। আরও এক ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। একদিন আগেই তিনি গৌতম বুদ্ধের একটি ট্যাটু শেয়ার করেন ইনস্টাগ্রামে। একজন নারীর পিঠে করা ওই ট্যাটুতে বুদ্ধের ছবির নিচে লেখা, ‘অতীত যতই কঠিন হোক না কেন, তুমি সবসময়ই নতুন করে যাত্রা শুরু করতে পার। ’

তার মানে কি অতীতের সমস্ত তিক্ততা ভুলে এবার নতুন করেই আবার নতুন সঙ্গী খুঁজবেন শ্রাবন্তী? সময় সব বলে দেবে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।