ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সায়েরা রেজার বছর শুরুর গান ‘দিওয়ানা মাস্তানা’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
সায়েরা রেজার বছর শুরুর গান ‘দিওয়ানা মাস্তানা’ সায়েরা রেজা

এবার ‘দিওয়ানা মাস্তানা’ শিরোনামের একটি পপ ঘরানার গান প্রকাশ করলেন সুফি ও লোক গানের শিল্পী হিসেবে পরিচিত সায়েরা রেজা।
 
হাবিব মোস্তফা’র কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেন জাহিদ বাশার পঙ্কজ।

গানটির ভিডিও নির্মাণ করেছেন সুমন অনিল।

এ গান প্রসঙ্গে সায়েরা রেজা বলেন, হাবিব মোস্তফার গান আমি আগেও করেছি। বয়সে তরুণ হলেও তার গান বেশ আধ্যাত্মিকতার একটা আবেশ থাকে। ‘দিওয়ানা মাস্তানা’ গানের কথা সুফি ভাবনার কিন্তু সুরের গঠন পপ ঘরানার। গায়কীতে আমি তাই ইউনিক কিছু আনার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালোবাসার প্রতি আমার এই নিবেদন বছরের প্রথম উপহার হিসেবে প্রকাশ করেছি।

হাবিব মোস্তফা বলেন, গানটি আগাগোড়া মৃত্যুচিন্তার। রঙের এই দুনিয়া দম ফুরালেই আন্ধারপুরীতে পরিণত হয়। তাই রঙিন চশমা খুলে জীবনের প্রকৃত অর্থ খোঁজার আহবানে এই গান। জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়েরা রেজার রকিং কণ্ঠে গানটি শ্রোতাদের মন জয় করবে এই প্রত্যাশা।

সম্প্রতি সায়েরা রেজার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গান-ভিডিওতে প্রকাশ পেয়েছে ‘দিওয়ানা মাস্তানা’।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।