ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছেলের সঙ্গে গিটার বাজিয়ে গান গাইলেন অপূর্ব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
ছেলের সঙ্গে গিটার বাজিয়ে গান গাইলেন অপূর্ব জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে ছেলে জায়ান ফারুক আয়াশ

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের হাতে গিটার, পাশে বসা তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশ। অপূর্ব গিটার বাজিয়ে গাইতে শুরু করলেন ‘ওরে নীল দরিয়া…’, একটু একটু করে তার সঙ্গে গানটিতে কণ্ঠ মেলাতে শুরু করে ছেলে আয়াশও।

নিজের ফেসবুক আইডিতে এমন একটি ভিডিও শেয়ার করেছেন অপূর্ব নিজেই। ক্যাপশনে লেখেন, ‘সবচাইতে প্রিয় গান...। ’

এতে বাবা-ছেলেকে একসঙ্গে গাইতে দেখা গেল ‘সারেং বউ’ সিনেমার জনপ্রিয় গানটি।  

মুহূর্তের মধ্যে গানটি অপূর্বভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই অপূর্ব ও তার ছেলের একসঙ্গে গাওয়া আরও গান শোনানোর অনুরোধ জানান।

২০১৮ সালের ঈদুল আযহায় নির্মাতা শিহাব শাহীনের ‘বিনি সুতার টানে’ নাটকে বাবার সঙ্গে প্রথমবারের মতো টিভি পর্দায় হাজির হয়েছিল ছোট্ট আয়াশ। তখন তার বয়স ছিল মাত্র সাড়ে তিন বছর। নাটকটি প্রচারের পর বেশ সাড়া ফেলে। পর্দায় বাবা-ছেলের অভিনয় দর্শকদের মন জয় করে।

টেলিভিশনে প্রচারের পর নাটকটি প্রকাশ পায় ইউটিউবে। এটি কোটি ভিউরও মাইলফলক পার করে।  

 

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।