ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জন ডেভিড-জেনডায়ার সাদা-কালো প্রেমের গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
জন ডেভিড-জেনডায়ার সাদা-কালো প্রেমের গল্প ‘ম্যালকম অ্যান্ড ম্যারি’ সিনেমার দৃশ্যে জন ও জেনডায়া

সুপারহিট ‘টেনেট’র রেশ না কাটতেই জন ডেভিড ওয়াশিংটন এবার ভিন্ন ঘরানার সাদা-কালো প্রেমের গল্প নিয়ে আসছেন। এইচবিও’র ‘ইউফোরিয়া’খ্যাত নির্মাতা স্যাম লেভিনসন পরিচালিত ‘ম্যালকম অ্যান্ড ম্যারি’ সিনেমায় জেনডায়ার সঙ্গে এক প্রেমিক যুগলের ভূমিকায় অভিনয় করেছেন ওয়াশিংটন।

 

শুক্রবার (৮ জানুয়ারি) ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘ম্যালকম অ্যান্ড ম্যারি’ সিনেমার ট্রেলার। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আগামী ৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে। তবে তার আগে জানুয়ারিতেই নির্বাচিত কিছু সিনেমা হলেও মুক্তি পাবে।  

সিনেমাটির কাহিনিসূত্রে জানা যায়, চলচ্চিত্র নির্মাতা ম্যালকম (জন ডেভিড ওয়াশিংটন) এবং তার প্রেমিকা ম্যারি (জেনডায়া) একটি সিনেমার প্রিমিয়ার শেষ করে ঘরে ফেরে। সিনেমাটিকে দর্শক-সমালোচকরা কীভাবে গ্রহণ ও মূল্যায়ন করেন তা নিয়ে চিন্তিত নির্মাতা। সেদিন সন্ধ্যায় তাদের সম্পর্কের মধ্যে ঘটে যায় একের পর এক নাটকীয়তা। আর এর মধ্য দিয়েই তাদের ভালোবাসার পরীক্ষা হয়ে যায়।  

দেখুন ‘ম্যালকম অ্যান্ড ম্যারি’ ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।