ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্ক্রিনশটের মাধ্যমে প্রকাশ্যে নুসরাত-নিখিলের দ্বন্দ্ব! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
স্ক্রিনশটের মাধ্যমে প্রকাশ্যে নুসরাত-নিখিলের দ্বন্দ্ব!  নুসরাত ও নিখিল

বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান ও ব্যবসায়ী নিখিল জৈনের সংসারের। তবে বিষয়টি নিয়ে তাদের দু’জনের কেউ এখনো স্পষ্টভাবে মুখ খোলেননি।

 

এদিকে এই দম্পতি সংসার ভাঙার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তাদের দু’জনের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তা প্রকাশ্যে এসেছে!
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটের ভিত্তিতে জানা গেছে, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে রেখেছেন নুসরাত জাহান এবং নিখিল জৈন। এছাড়া জন্মদিনে সামাজিক মাধ্যমে স্ত্রীকে শুভেচ্ছাও জানাননি নিখিল। যার কারণে তাদের ঘর ভাঙার গুঞ্জন আরও প্রখর হয়েছে।

২০১৯-এ ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য নুসরাত। তাদের সম্পর্ক ভাঙছে কি না সে ব্যাপারে জানতে চাওয়া হলে ভারতীয় সংবাদমাধ্যমকে নুসরাত পরিষ্কার করে কিছু বলেননি। শুধু বলেছেন, তার ব্যক্তিগত জীবনে কী ঘটছে না ঘটছে তা জনসমক্ষে নিয়ে আসার তার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তার বিয়ে বা প্রেমের ব্যাপারে যেসব আলোচনা শোনা যাচ্ছে, সে নিয়েও কিছু বলবেন না।

গুঞ্জন রয়েছে, টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’থেকে লাইমলাইটে আসা অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। সম্প্রতি এই অভিনেতার সঙ্গে ঘুরতে রাজস্থানেও গিয়েছেন তিনি। তবে প্রেমের বিষয়টিও নাকচ করে দিয়েছেন নুসরাত।

তিনি বলেন, আমি তো এর আগেও যশের সঙ্গে দুইটি সিনেমা করেছি। কিছু তো হয়নি আগে। তখন তো আমি বিয়েও করিনি। যখন ‘ওয়ান’ করেছিলাম, আমার কাছে তো ওপেন চান্স ছিল।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।