ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে রূপঙ্কর বাগচীর নতুন গান ‘আবার দেখা হবে বন্ধু’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
প্রকাশ্যে রূপঙ্কর বাগচীর নতুন গান ‘আবার দেখা হবে বন্ধু’ রূপঙ্কর বাগচী

পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। বাংলাদেশ থেকে নিয়মিতই প্রকাশ পাচ্ছে তার গান।

সেই ধারাবাহিকতায় এবার তার কণ্ঠে প্রকাশ পেলো ‘আবার দেখা হবে বন্ধু’ শিরোনামে নতুন গান।

গানটির কথা ও সুর করেছেন মারুফ হাসান। সংগীতায়োজনে ওপার বাংলার সংগীত পরিচালক বিজন-টিনটিন।

এটি রূপঙ্কর বাগচীর সঙ্গে মারুফ হাসানের দ্বিতীয় কাজ। এর আগে তার কথা ও সুরে রূপঙ্কর গেয়েছিলেন ‘যে তোমার অহংকারে’ শিরোনামে একটি গান, যেটি প্রকাশ পেয়েছিল দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা জি সিরিজ থেকে।

প্রথম গানের ভালোলাগা থেকে রূপঙ্কর বাগচীর জন্য দ্বিতীয় গান ‘আবার দেখা হবে বন্ধু’ তৈরি করলেন বলে গীতিকবি মারুফ হাসান জানালেন। বললেন, ‘আমার পছন্দের একজন গায়ক রূপঙ্কর দাদা। অনেক গুণীশিল্পী। এমন শিল্পীর সঙ্গে কাজ করতে পারলে যে কারও মধ্যেই ভালোলাগা তৈরি হয়। আমিও উচ্ছ্বসিত। গানটিও বেশ ভালো হয়েছে। শ্রোতারা শুনলেই তা বুঝতে পারবেন’

গানটি প্রকাশ পেয়েছে দেশের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক’র ইউটিউব চ্যানেলে।

গানের লিঙ্ক:  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।