ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বামী বিবেকানন্দ’র আদর্শ কঙ্গনার পথ চলার মন্ত্রণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
স্বামী বিবেকানন্দ’র আদর্শ কঙ্গনার পথ চলার মন্ত্রণা কঙ্গনা রনৌত ও স্বামী বিবেকানন্দ

লেখক-দার্শনিক স্বামী বিবেকানন্দ’র জন্মদিনে তাঁকে নিয়ে টুইট করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) স্বামী বিবেকান্দের জন্মদিন।

তাঁর জন্মদিনটি ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়।

আর বিশেষ এই দিনে পোস্টের মাধ্যমে কঙ্গনা জানান, জীবনে যখন শুধু হতাশা, তখন বিবেকানন্দের আদর্শ তাকে পথ চলার মন্ত্রণা জুগিয়েছে।

স্বামী বিবেকানন্দের ছবি পোস্ট করে কঙ্গনা টুইটারে লেখেন, ‘যখন আমি হারিয়ে গিয়েছিলাম, আপনি আমায় পথ দেখালেন। যখন আমার কোথাও যাওয়ার ছিল না, আপনি আমার হাত ধরেছিলেন। যখন আমি হতাশ হয়েছি, কোনও আশা রাখিনি, তখন আপনি আমায় জীবনের নতুন স্বপ্ন দেখিয়েছেন। আপনার থেকে আমার কাছে কোনও কিছু বড় নয়। আপনি আমার সমস্ত কিছুর উৎস। ’ 

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।