ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রমা শেখের নতুন গানচিত্র ‘ভাঙচুর’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
প্রমা শেখের নতুন গানচিত্র ‘ভাঙচুর’ আব্বাসি ও প্রমা

নতুন গানচিত্র নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী প্রমা শেখ। এর শিরোনাম ‘ভাঙচুর’।

সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাস।  

রোমান্টিক ঘরানার এ মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিওতে অভিনয়ও করেছেন প্রমা। এতে তার সঙ্গে ছিলেন মডেল আব্বাসি। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটি প্রকাশিত হয়েছে এস এস মিউজিক ক্লাব’র ইউটিউব চ্যানেলে। কক্সবাজারের চমৎকার কিছু লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে।  

এ গান প্রসঙ্গে প্রমা বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্যে গানটির কাজ করতে হয়েছে। তবে, কাজটা ভালো হয়েছে। এর ভিডিওতে আব্বাসি অনেক ভালো অভিনয় করেছেন। আশা করছি, গানচিত্রটি সবার ভালো লাগবে। ’

গানের লিঙ্ক: 

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।