ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পুকুরে মাছ চাষ করে মহাখুশি নাঈম-শাবনাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
পুকুরে মাছ চাষ করে মহাখুশি নাঈম-শাবনাজ নাঈম ও শাবনাজ

বোয়াল, চিতল ও শোলসহ বেশ কয়েক জাতের মাছ নিজেদের পুকুরেই চাষ করেন নব্বাইয়ের দশকের বড় পর্দার জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ। আর এতে দারুণ আনন্দে দিন কাটছে তাদের।

পুকুর থেকে বড় বড় মাছ ধরেছেন এই তারকা দম্পতি। সেসব মাছের সঙ্গে ছবি তুলে শেয়ার করেছেন নিজেদের ফেসবুক পেজে। ছবিতে নাঈম-শাবনাজকে একসঙ্গে বিশাল মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) নাঈম বেশ কয়েকটি ছবি তার ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ্‌। বোয়াল, চিতল, মোহা শোল ও অন্যান্য মাছ পুকুরে চাষ করে আমি মহাখুশি। ’

মায়ের সূত্রে টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির সন্তান নাঈম। ব্যবসার পাশাপাশি কৃষি কাজেও মনোযোগী তিনি। সময় পেলেই তিনি যে নিজেই চাষাবাদে নেমে পড়েন, সেটা কয়েক মাস ধরে ফেসবুকে প্রকাশ করা তার ছবিগুলো দেখলেই বোঝা যায়।

টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে তিনি কৃষিকাজে ব্যস্ত সময় কাটান। আর সেসব ছবি দারুণ সাড়া জাগিয়েছে সামাজিকমাধ্যমে।  

আগের প্রকাশিত ছবিতে দেখা যায়, নাঈম কৃষিকাজে প্রয়োজনে নিজেই ক্ষেতে নেমেছেন। কখনো আবার দাঁড়িয়ে তদারকি করছেন। আবার মাছ চাষ করছেন, পোনা ছেড়ে দিচ্ছেন, তাজা কই ঝাঁকে ঝাঁকে পুকুর থেকে ধরছেন। বোঝাই যায় এমন জীবনযাপন উপভোগ করছেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই নায়ক।  

১৯৯১ সালে প্রয়াত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম-শাবনাজ। তার অভিনীত প্রায় সকল সিনেমাতেই স্ত্রী শাবনাজের সঙ্গে জুটি বাঁধেন। নাঈমের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’ ইত্যাদি।  

নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশী চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনয় করা শেষ সিনেমাটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। প্রেম করে বিয়ে করেছেন তারা। দুই কন্যা সন্তানের বাবা-মা এই তারকা দম্পতি। তবে বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।