ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিঁথিতে সিঁদুর দিয়ে যশের সঙ্গে মন্দিরে কী করছিলেন নুসরাত?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
সিঁথিতে সিঁদুর দিয়ে যশের সঙ্গে মন্দিরে কী করছিলেন নুসরাত? নুসরাত, যশ ও মদন

কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের সংসার ভাঙা ও প্রেম নিয়ে জোড় গুঞ্জন চলছে। স্বামী নিখিল জৈনকে ছেড়ে অভিনেতা যশের সঙ্গে তিনি ঘর বাঁধার স্বপ্ন দেখছেন বলে শোনা যাচ্ছে।

এমন চর্চার মধ্যে একটি ভিডিও গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। প্রকাশিত ভিডিওতেটিতে দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে নুসরাত ও যশ আলাপ করছেন। গোলাপি শাড়িতে দেখা যাচ্ছে নুসরাতকে। হাতে রয়েছে শাখা-পলা এবং সিঁথিতে সিঁদুর। তার পাশে দাঁড়িয়ে যশ। মাথায় টুপি, মুখে মাস্ক ও টি-শার্ট গায়ে তিনি।  

তবে দক্ষিণেশ্বরের মন্দিরে তারা কেন গিয়েছিলেন সে বিষয়ে কেউই মুখ খোলেননি। এর আগে আজমির শরিফের দরগার বাইরেও দু’জনের ছবি দেখা গিয়েছে।

এদিকে নুসরাত-নিখিল দম্পতি সংসার ভাঙার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তাদের দু’জনের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তা প্রকাশ্যে এসেছে সম্প্রতি! সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটের ভিত্তিতে জানা গেছে, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে রেখেছেন তারা।

২০১৯-এ ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য নুসরাত। তাদের সম্পর্ক ভাঙছে কি না সে ব্যাপারে জানতে চাওয়া হলে ভারতীয় সংবাদমাধ্যমকে নুসরাত পরিষ্কার করে কিছু বলেননি। শুধু বলেছেন, তার ব্যক্তিগত জীবনে কী ঘটছে না ঘটছে তা জনসমক্ষে নিয়ে আসার তার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তার বিয়ে বা প্রেমের ব্যাপারে যেসব আলোচনা শোনা যাচ্ছে, সে নিয়েও কিছু বলবেন না।

গুঞ্জন রয়েছে, টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’থেকে লাইমলাইটে আসা অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। সম্প্রতি এই অভিনেতার সঙ্গে ঘুরতে রাজস্থানেও গিয়েছেন তিনি। তবে প্রেমের বিষয়টিও নাকচ করে দিয়েছেন নুসরাত।

 

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।