ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লকডাউনের পর প্রথম ব্লকবাস্টার বিজয়ের ‘মাস্টার’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
লকডাউনের পর প্রথম ব্লকবাস্টার বিজয়ের ‘মাস্টার’! ‘থালাপাথি’ বিজয়

তামিলনাড়ুর সিনেমা হলগুলোতে যেন উৎসব লেগেছে। শুধু একটি রাজ্যেই অন্তত ৯০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘থালাপাথি’ (দলপতি) খ্যাত অভিনেতা বিজয়ের ‘মাস্টার’।

তামিল সুপারস্টার বিজয়ের প্রতীক্ষিত সিনেমা ‘মাস্টার’ বুধবার পৌষ সংক্রান্তিতে (১৩ জানুয়ারি) মুক্তি পেয়েছে। এ নিয়ে তামিল সিনেমার দর্শক-ভক্তদের উন্মাদনা সংক্রান্তি উৎসবকে অন্য মাত্রা এনে দিয়েছে।  

দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ও বিশ্বজুড়ে সিনেমাটির তামিল সংস্করণ বুধবার মুক্তি পেলেও, এর হিন্দি সংস্করণ উত্তর ভারতে মুক্তি পাবে ১৪ জানুয়ারি।  

‘মাস্টার’ ঘিরে দর্শকদের এমন উন্মাদনা করোনাকালে সিনেমা শিল্পে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। দর্শক-সমালোচক সবার একটাই মন্তব্য, বছর প্রথম ব্লকবাস্টার হতে যাচ্ছে সিনেমাটি।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অন্তত আগামী সোমবার (১৮ জানুয়ারি) পর্যন্ত সিনেমা হলগুলোর অধিকাংশেই অগ্রীম টিকেট বিক্রি হয়ে গেছে।  

মুক্তির দিনেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে লম্বা সারিতে দাঁড়িয়ে প্রেক্ষাগৃহে ঢোকেন দর্শক।  

লকডাউনের পর এটিই প্রথম কোনো বড় মাপের সিনেমা বড়পর্দায় মুক্তি পেল। এর সাফল্যের ধারাবাহিকতায় অন্যরাও এবার বড় সিনেমাগুলো মুক্তি দিতে উৎসাহিত হবেন বলে আশা করছেন চলচ্চিত্র বোদ্ধারা।  

‘মাস্টার’ সিনেমার গল্প লিখেছেন লোকেশ কনগরাজ। মূল চরিত্রে বিজয়ের পাশাপাশি খলনায়ক হিসেবে বিজয় সেতুপতিও দারুণ উজ্জ্বল এ সিনেমায়।

 

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।