ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপূর্ব-সাবিলার ভালোবাসা দিবসের নাটক ‘কাভার পেজ’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
অপূর্ব-সাবিলার ভালোবাসা দিবসের নাটক ‘কাভার পেজ’ সাবিলা-অপূর্ব

ছোট পর্দার দর্শকপ্রিয় দুই মুখ অপূর্ব-সাবিলা। বিশ্ব ভালোবাসা দিবসে দর্শকের জন্য এই জুটির চমক ‘কাভার পেজ’ নামের নাটক।

পৃষ্ঠা ওলটালেই অন্য গল্প- এমন শ্লোগান নিয়ে নাটকটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।

সম্প্রতি শুটিং শেষ হওয়া ‘কাভার পেজ’ প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার জানান, সব মানুষকে বাইরে থেকে বুঝা যায় না। যেমন প্রচ্ছদ দেখে বুঝা যায় না বইটা কেমন। সেজন্য বইটা পুরোটা পড়তে হয়। তেমনভাবে কোনও মানুষকে বাইরে থেকে ভাসা ভাসা দেখে বিচার করা উচিত নয়।

ঠিক এই বিষয়টিকে ফোকাস করে নির্মিত হয়েছে রোমান্টিক ঘরানার এই নাটক। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, রাশেদা আক্তার, সিয়াম নাসির প্রমুখ।

সঞ্জয় সমদ্দার বলেন, ‘একটা ভালো কাজকে উৎসাহিত করতে ভালোবাসার এই গল্পটির ওপর ভর করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। ’

জানা গেছে ‘কাভার পেজ’-এ অপূর্বের চরিত্রের নাম উদয়। মহল্লার বখে যাওয়া যুবকের চরিত্রে দেখা যাবে তাকে। যদিও মানুষটা অন্যরকম। আর সাবিলাকে দেখা যাবে সরকারি এক কর্মকর্তার মেয়ে নীপার চরিত্রে। চঞ্চল ও সাহসী মেয়েটার সঙ্গে উদয়ের ভুল বোঝাবুঝি চলতে থাকে নানা কারণে। এভাবেই এগোতে থাকে নাটকের গল্প।

বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ চমক হিসেবে নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।