ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

খোলামেলা নুসরাতের ছবিতে সমালোচনার ঝড়, সুযোগ নিল বিজেপিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
খোলামেলা নুসরাতের ছবিতে সমালোচনার ঝড়, সুযোগ নিল বিজেপিও নুসরাত জাহান

যশের সঙ্গে প্রেমের কারণে টলিউড অভিনেত্রী নুসরাতের সংসারে ভাঙন ধরেছে। সম্প্রতি এমন গুঞ্জনেই বারবার খবরের শিরোনাম হচ্ছেন নুসরাত জাহান।

এরই মধ্যে খোলামেলা ফটোশুটের ছবি পোস্ট করে ফের আলোচনায় উঠে এসেছেন এই সংসদ সদস্য ও অভিনেত্রী। সেই সাথে সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয়েছে নুসরাতকে।

শর্ট ড্রেস পরে সোফায় বসে নুসরাত ফারিয়া। তার ডান হাতে মোবাইল, আর বা হাতে সাদা স্টাইলিশ চশমা। এভাবেই বেশকিছু কোণে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নুসরাত।  

ছবির ক্যাপশনে নুসরাত লেখেন, ‘চিন্তার জন্য খাদ্য: এমন কিছুর জন্য কাজ করছি যা মানুষ কখনও আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আর তা হলো আমার সুখ। ’

এই পোস্টের কমেন্ট বক্সে ছবির শালীনতা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। আবার অনেকেই নুসরাতের এই ফটোশুটের প্রশংসা করেছেন।

এদিকে শুক্রবারই বসিরহাটে গিয়ে সেখানকার সংসদ সদস্য নুসরাতকে একদফা তোপ দেগেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। নুসরাতকে ব্যাঙ্গ করে তিনি বলেন, নুসরাতের টিকটকে নাচ দেখাতে ভালো লাগে, ওখানেই উনি নেচে যান।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।