ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথমবার জুটি বাঁধলেন ইমন-তানহা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
প্রথমবার জুটি বাঁধলেন ইমন-তানহা ইমন ও তানহা

নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়ক ইমন। নাম ‘বিয়ে আমি করবো না’।

এতে ইমনের সঙ্গে জুটি বাঁধছেন তানহা তাসনিয়া।  

এটি পুরোপুরি কমেডি ঘরানার সিনেমা। শনিবার (১৬ জানুয়ারি) থেকে সাভারে এর শুটিং শুরু হল। সিনেমাটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব।  

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘এটি কমেডি গল্পের সিনেমা। পাসওয়ার্ড, আকবর ও বীরত্ব সিনেমাগুলোতে আমার চরিত্রগুলো সিরিয়াস হলেও নতুন এই সিনেমায় আমাকে কিছুটা ফানি চরিত্রে দেখতে পারবেন দর্শক। রকিবুল আলম রকিবের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। গল্প পছন্দ হয়েছে, তাই এতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। ’

এদিকে, সর্বশেষ ‘ভালো থেকো’ সিনেমায় কাজ করেন তানহা তাসনিয়া। এটি মুক্তি পায় ২০১৮ সালে। এতে আরিফিন শুভ’র বিপরীতে অভিনয় করেন তিনি। মাঝে বেশ কিছু নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে।  

নতুন এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, ‘দীর্ঘদিন পর নতুন সিনেমার কাজ করছি। আশা করছি, ভালো কিছু হবে। ’

ইমন-তানহা জুটির ‘বিয়ে আমি করবো না’ সিনেমাটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।