ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একাই নারী-পুরুষ কণ্ঠে গাইলেন পাবেল

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
একাই নারী-পুরুষ কণ্ঠে গাইলেন পাবেল পাবেল

পুরুষ ও নারী- উভয় কণ্ঠেই গাইলেন সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল। অর্থাৎ, একই গান দ্বৈতকণ্ঠে গাইলেন তিনি।

সম্প্রতি নির্মাতা মহিদুল মহিম নির্মাণ করেছেন নাটক ‘শিল্পী’। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকে রয়েছে দুটি গান। এর একটি হলো ‘বুক চিন চিন করছে’। গানটির মূল শিল্পী এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। অন্য গানটির শিরোনাম ‘বিধি তুমি বলে দাও’। এটির মূল শিল্পী এন্ড্রু কিশোর, কনকচাঁপা ও বিপ্লব।  

জনপ্রিয় এই দুটি গান ‘শিল্পী’ শিরোনামের নাটকে কাভার করেছেন পাবেল। পুরুষ ও নারী উভয় কণ্ঠে গান গেয়েই নাটকে পারর্ফম করেন আফরান নিশো। গান দুটির সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।

এ প্রসঙ্গে পাবেল বলেন, প্রথমবার ‘শিল্পী’ নাটকে দুটি গান গাইলাম- ছেলে ও মেয়ের কণ্ঠে। মজার অভিজ্ঞতা হলো। সামনে আরও কিছু নাটকে আসবে আমার কণ্ঠের গান।

পাবেলের কণ্ঠে এর আগেও বেশ কিছু গান প্রকাশ হয়েছে। তাছাড়া ‘আনোয়ার দ্য প্রোডাকশন বয়’, ‘মিস্টার পরিবর্তনশীল’ ‘ইনসিকিউরিটি’, ‘সাইড ইফেক্ট’ নাটকগুলোতে গেয়েছেন তিনি। নাটকগুলোর পরিচালক মহিদুল মহিম।

লিঙ্ক: 

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।