ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ের কয়েক ঘণ্টা আগেই দুর্ঘটনার কবলে বরুণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
বিয়ের কয়েক ঘণ্টা আগেই দুর্ঘটনার কবলে বরুণ বরুণ ধাওয়ান

বলিউড তারকা বরুণ ধাওয়ানের বিয়ের আগের রাতে বন্ধুবান্ধবরা একটি ব্যাচেলর পার্টির আয়োজন করেছিল। আর সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন হবু বর।

 

মহারাষ্ট্রের আলিবাগের দ্যা ম্যানসন হাউসে বসছে বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের আসর। সেখানে থেকেই কয়েক মিনিটের দূরত্বে ছিল ব্যাচেলর পার্টির আয়োজন। গাড়ি নিয়েই যাওয়া আসা করছিল বরুণ ধাওয়ান ও তার বন্ধুরা। রাতেই সেই পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। তবে গুরুতর দুর্ঘটনা নয়।  

হবু বর বরুণ ধাওয়ান সুস্থ রয়েছেন। তার আঘাত লাগেনি। তবে গাড়ির সামান্য ক্ষতি হলেও, তেমন বড় কিছু নয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুরেই বিয়ের আসরে পৌঁছাবেন বরুণ ধাওয়ান।

ইতোমধ্যে সকাল থেকেই অনুষ্ঠিত হয়েছে মেহেন্দি উৎসব ও গায়ে হলুদ অনুষ্ঠান। জানা গেছে, বিয়েতে বেশি মানুষের সমাগম হবে না। হাতে গোনা আমন্ত্রিত অতিথি, বন্ধু ও স্বজনদের নিয়ে হবে অনুষ্ঠান।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।