ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ক্লোরিস লিচম্যানের জীবনাবসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ক্লোরিস লিচম্যানের জীবনাবসান ক্লোরিস লিচম্যান

ঘুমের মধ্যে না ফেরার দেশে চলে গেলেন অস্কার বিজয়ী কিংবদন্তি হলিউড অভিনেত্রী ক্লোরিস লিচম্যান (৯৪)। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বুধবার (২৭ জানুয়ারি) ক্লোরিস লিচম্যানের মুখপাত্র মনিক মস এই তারকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লিচম্যান ঘুমের মধ্যে মারা গেছেন। তার মৃত্যুর সময়টা মেয়ে দিনাহ এংলুন্ড পাশে ছিলেন।  

লিচম্যানের ম্যানেজার জুলিয়েট গ্রিন শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের সময়ের অন্যতম সাহসী অভিনেত্রী ছিলেন ক্লোরিস লিচম্যান। তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। তার মতো কেউ ছিলেন না। অনন্য চেহারা দিয়ে তিনি খুব সহজে সবার হৃদয়ে পৌঁছে যেতেন, এছাড়া কাঁদিয়ে দেওয়া কিংবা যে কোন সময় যে কাউকে হাসানোর ক্ষমতা ছিল তার’।

লিচম্যান ছিলেন একজন সফল কমেডিয়ান। টেলিভিশন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সিনেমাতেও সফল তিনি। লিচম্যান ছিলেন ইতিহাস তৈরিকারী একজন অভিনেত্রী। ৯ বার তিনি এমি অ্যাওয়ার্ড জিতেছেন। এছাড়া ১৯৭২ সালে ‘দ্য লাস্ট পিকচার শো’তে অভিনয় করে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নেন তিনি।  

ক্লোরিস লিচম্যান আইওয়ের ডেস মোইনসের সীমান্তে বেড়ে ওঠেন। ১৯২৬ সালে সেখানেই একটি অসচ্ছল পরিবারে জন্ম হয় তার।  

১৯৫৩ পরিচালক- প্রযোজক জর্জ এংলুন্ডের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তাদের সংসারে পাঁচ সন্তান।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।