ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেমসের তোলা জয়া আহসানের ছবি ভাইরাল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
জেমসের তোলা জয়া আহসানের ছবি ভাইরাল! জেমস ও জয়া

গায়ক ছাড়াও রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমসের আরেকটি পরিচয় হচ্ছে, তিনি একজন শখের ফটোগ্রাফার। সুযোগ পেলেই প্রকৃতি, পোট্রেট, ফুল বা নানা স্থানের ছবি তুলে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

তার ভক্তকুল ছবিগুলো লুফে নেন এবং প্রশংসায় ভাসিয়ে দেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে জনপ্রিয় এই ব্যান্ড তারকা তার ফেসবুক ওয়ালে অভিনেত্রী জয়া আহসানের একটি ছবি প্রকাশ করেছেন। আর এতেই জেমসভক্তরা ধরে নিয়েছেন ছবিটি তারই তোলা। এরমধ্যে ছবিটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।  

ছবিতে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখা যাচ্ছে ৩টি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে আছেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকিয়ে ক্যামেরায়।  

ছবিটি প্রকাশের পর অসংখ্য কমেন্টে ভরে গেছে। শেয়ার করেছেন প্রায় ২০০ মানুষেরও বেশি। লাইক পড়েছে জেমসের আগের ছবিগুলোর তুলনায় কয়েকগুণ বেশি।

সবাই জয়া আহসানের দ্যুতির ও জেমসের ফটোগ্রাফির প্রশংসা করছেন। তবে ছবিটি কবে, কোন উপলক্ষে বা কখন তোলা হয়েছে এই দুই তারকার কেউই বিষয়টি খোলাসা করেননি।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
জেআইএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।