ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনেতা অরবিন্দ যোশী আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
অভিনেতা অরবিন্দ যোশী আর নেই বাবা অরবিন্দ যোশীর সঙ্গে অভিনেতা শরমন যোশী

হিন্দি ও গুজরাটি সিনেমা ও মঞ্চের বর্ষীয়ান অভিনেতা অরবিন্দ যোশী আর নেই। শুক্রবার (২৯ জানুয়ারি) মুম্বাইয়ের একটি হাসপাতালে ৮৪ বছর বয়সে মারা যান বলিউড অভিনেতা শরমন যোশীর বাবা।

অরবিন্দের শ্যালিকা সরিতা যোশী ভারতীয় সংবাদমাধ্যমকে এদিন জানান, আজ ভোরবেলায় এ অভিনেতা মারা গেছেন। নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বয়সজনিত জটিলতা ছিল। ঘুমের মধ্যেই তিনি নির্বিঘ্নে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।  

মূলত গুজরাটি মঞ্চ ও সিনেমার পরিচিত মুখ হলেও হিনি সিনেমাতেও অভিনয় করেছেন অরবিন্দ যোশী। ‘অপমান কি আগ’ (১৯৯০), ‘শোলে’ (১৯৭৫) ও ‘ইত্তেফাক’ (১৯৬৯) তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য।  

অরবিন্দ যোশীর মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন পরেশ রাওয়াল, অনিল শর্মা, কোমল নাহতা প্রমুখ। স্ত্রী ও দুই সন্তান - শরমন যোশী ও মানসী যোশী রায়কে রেখে গেছেন তিনি। শুক্রবার বিকেলেই মুম্বাইয়ের ভাইল পার্ল শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।